অর্থনৈতিক মন্দা, খাদ্য সঙ্কট, ওষুধের স্বল্পতায় পর্যুদস্ত শ্রীলঙ্কাকে ৭ লাখ ডলারের চিকিৎসা সহায়তা দিয়েছে ভারত। শুক্রবার (২৭) এ সহায়তা লঙ্কান স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলার হাতে এ সহায়তা তুলে দেন দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার বিনোদ কে জ্যাকব।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি অনলাইনে এক প্রতিবেদনে জানিয়েছে, ২৬ কোটি শ্রীলঙ্কান রুপির (৭ লাখ ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার) চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে দ্বীপরাষ্ট্রটিকে। ভারপ্রাপ্ত হাইকমিশনার কলম্বোয় দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলার হাতে এ সহায়তা তুলে দেন। এ সহায়তার সবটুকুই চিকিৎসা সামগ্রীর। ২৫ টনেরও বেশি এসব চিকিৎসা সামগ্রীর অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সহায়তা হস্তান্তরের একটি ছবি প্রকাশ করেছে হাই কমিশন। টুইটে বলা হয়, ভারতীয় নৌ বাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ঘাড়িয়াল অনুদানের চালানটি শ্রীলঙ্কায় নিয়ে এসেছে।
টুইটে আরও জানানো হয়, চিকিৎসা সহায়তার পাশাপাশি শ্রীলঙ্কার জেলে সম্প্রদায়ের মাছ ধরার জন্য জ্বালানিও দেওয়া হয়েছে। আইএনএস ঘাড়িয়ালেই এসব জ্বালানি সরবরাহ করা হয়েছে। দ্রুতই এসব জ্বালানি বিতরণ করা হবে।
এর আগেও শ্রীলঙ্কাকে ৪৫ কোটি রুপির চাল, গুঁড়াদুধ, প্রাণ রক্ষাকারী ওষুধ সমন্বিত জরুরি ত্রাণ সহায়তা দেয় ভারত। গত সপ্তাহে দেওয়া এ সহায়তায় রয়েছে ৯ হাজার টন চাল, ২০০ টন দুধের গুঁড়া এবং ২৪ টন ওষুধ।
এছাড়া গত মাসে শ্রীলঙ্কায় জ্বালানি আমদানিতে সহায়তায় বাড়তি ৫০ কোটি মার্কিন ডলারের ক্রেডিট লাইন বৃদ্ধি করেছে নরেন্দ্র মোদির সরকার।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমজে