পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠলো চীন।
বুধবার (০১ জুন) দেশটির সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের ঘটনায় সেখানে ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার।
ভূমিকম্পে সিচুয়ান প্রদেশের ইয়ান শহরের ট্রেন লাইন বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। চীনের রেলওয়ে কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে ট্রেন লাইনের ক্ষতিগ্রস্ত অংশগুলো বন্ধ করে দেয়।
এর আগে ২০১৩ সালে ইয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় শতাধিক মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ০২ জুন, ২০২২
এনএসআর