দক্ষিণ জার্মানিতে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৩৪ জন হতাহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন।
শুক্রবার (৩ জুন) এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সোয়া ১১টার দিকে মিউনিখের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি দুর্ঘটনার মুখোমুখি হয়। গার্মিশ-পারতেনকিয়েন ছেড়ে গিয়েছিল ট্রেনটি।
রয়টার্স স্থানীয় একটি গণমাধ্যমের ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, লাইনচ্যুত ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে পড়ে আছে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন। আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জার্মান পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহত চারজনের মধ্যে ট্রেনের চালক আছেন কিনা খোঁজা হচ্ছে। ট্রেনে আটকে থাকাদের জানালা দিয়ে বের করে আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জুন ৪, ২০২২
এমজে