ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ( ৪ জুন) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এছাড়া বিস্ফোরণের এই ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের স্থানীয় এক কর্মকর্তা। সেখানে উদ্ধার অভিযান এখনও চলছে।
উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র সুরন্দ্রে সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের ধৌলানা এলাকার একটি শিল্প স্থাপনায় বয়লার বিস্ফোরণের পর আগুন ধরেছে। বিস্ফোরণ এবং আগুনে কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
তিনি বলেছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাসায়নিক কারখানায় বিস্ফোরণে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়:০১০৯ ঘণ্টা, জুন ৫, ২০২২
ইআর