ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় ২৮৭ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
ইউক্রেনে রুশ হামলায় ২৮৭ শিশুর মৃত্যু ইউক্রেনে হামলায় ২৮৭ শিশু নিহত

রাশিয়া হামলা শুরুর পর ইউক্রেনে এখন পর্যন্ত ২৮৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৪৯২টি শিশু।

 স্থানীয় সময় শনিবার(১১ জুন) ইউক্রেনের প্রসেকিউটর জেনারেল অফিস থেকে এমনটি জানানো হয়।  

ইউক্রেনের প্রসেকিউটর জেনারেলের অফিস জানায়, মারিউপোলে আরও ২৪ শিশু নিহত হয়েছে। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ শহরটি গত মাসের মাঝামাঝি দখল করে রাশিয়া।  

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের প্রসেকিউটর জেনারেলের অফিসের পক্ষ থেকে জানানো হয়, জানা গেছে যে রাশিয়ান সামরিক বাহিনীর নির্বিচার গোলাগুলির ফলে মারিউপোলে আরও ২৪ শিশু মারা গেছে। তবে এই পরিসংখ্যানগুলো চূড়ান্ত নয়।  

 এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।  
 
গত ২৪ ফেব্রুয়ারিত ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কোর দাবি, এই সামরিক অভিযানে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর কোনো হামলা চালানো হচ্ছে না।  

এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘ জানায়, রুশ হামলার ইউক্রেনের ২৫০-এর বেশি শিশু নিহত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ১১, ২০২২
ইআর 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।