ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বলন্ত ট্যাংকার নিয়ে ২ কি.মি, বাঁচল বহু মানুষের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১১, ২০২২
জ্বলন্ত ট্যাংকার নিয়ে ২ কি.মি, বাঁচল বহু মানুষের প্রাণ জ্বলন্ত ট্যাংকার নিয়ে ২ কি.মি

পেট্রল স্টেশনে রাখা তেলের ট্যাংকারে হঠাৎ ধরে যায় আগুন । আর সেখানে থাকা অন্যদের জীবন বাঁচাতে সেই ট্যাংকার চালিয়ে নিয়ে যান মোহাম্মাদ ফায়সাল নামের এক চালক।

 

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এমন ঘটনা ঘটেছে। সেখানে কাম্বরানি সড়কের পাশে পেট্রলপাম্পে রাখা ট্যাংকারে আকস্মিক আগুন ধরে যায়।  বিস্ফোরণে বিপুল প্রাণহানি হওয়ার আশঙ্কায় নিজের জীবন বাজি রেখে জ্বলন্ত ট্যাংকারটি প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে যান চালক ফায়সাল।

এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া নিজের ভিডিও সম্পর্কে ফায়সাল বলেন, আমার তখন মনে হচ্ছিল ট্যাংকারটি বিস্ফোরিত হবে, আমি মারা যাব।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকের জীবন বাঁচানোর জন্য ফায়সালকে পাঁচ লাখ রুপি পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ফায়সালের এই কাজের প্রশংসা করেছেন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪০৪ঘণ্টা, জুন ১১, ২০২২
 ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।