ঢাকা, রবিবার, ৩ ভাদ্র ১৪৩১, ১৮ আগস্ট ২০২৪, ১২ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় নতুন নামে ম্যাকডোনাল্ডস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ১৩, ২০২২
রাশিয়ায় নতুন নামে ম্যাকডোনাল্ডস মস্কোতে ম্যাকডোনাল্ডসের নতুন ব্রান্ডিং করা একটি রেস্তোরাঁর উদ্বোধন হয়েছে

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ডস রাশিয়া থেকে বেরিয়ে আসে। সেখানে তাদের আটশোর বেশি রেস্তোরাঁ বিক্রি করে দেয় এক রুশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার গোভরের কাছে।

 ‍স্থানীয় সময় রোববার( ১২ জুন)  মস্কোতে ম্যাকডোনাল্ডসের নতুন ব্র্যান্ডিং করা একটি রেস্তোরাঁর উদ্বোধন হয়েছে।

এর নাম দেওয়া হয়েছে ‘ভিকুসনো আই টোচকা’, অনুবাদ করলে এর মানে দাঁড়ায় ‘সুস্বাদু এবং কেবল এটুকুই। ’ 

এদিকে ম্যাকডোলান্ডস জানিয়েছে, গত মে মাসে তার আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ‘মানবিক সংকট’ এবং ‘ব্যবসা পরিচালনায় অপ্রত্যাশিত পরিবেশের কারণে স্থায়ীভাবে রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নেয়।  শুধু ম্যাকডোনাল্ডস নয়, বিশ্বের আরও অনেক নামকরা ব্র্যান্ড এবং কোম্পানি রাশিয়ায় তাদের ব্যবসা বন্ধকরে দিয়েছে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে।

গত ৩০ বছর ধরে রাশিয়ায় ব্যবসা করে আসছিল ম্যাকডোনাল্ডস।

সূত্র: রয়টার্স 

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।