ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুলাই ৩, ২০২২
ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ 

ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শনিবার(০২ জুলাই) বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টাকে তিনি এমনটি জানান।

 

আলেকজান্ডার লুকাশে বেল্টাকে বলেন, আমাদের উসকানি দেওয়া হচ্ছে। প্রায় তিনদিন আগে ইউক্রেন হামলাটি চালায়।  তবে সেই ক্ষেপনাস্ত্র বেলারুশের সেনারা ভূপাতিত করেছে  
 তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাননি বেলারুশিয়ান প্রেসিডেন্ট।

এ সময় ইউক্রেনকে সতর্ক করে রাশিয়ার মিত্র দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, আমাদের বিরক্ত করবেন না তাহলে আমরাও বিরক্ত করবো না।  

এর এক সপ্তাহ আগে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়, বেলারুশ থেকে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। তবে এটি অস্বীকার করে বেলারুশ।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। মস্কোর অনুগত হিসেবে পরিচিত বেলারুশ সরকার যুদ্ধের পর থেকে রাশিয়াকে সরঞ্জাম সহযোগিতা দিয়ে আসছে।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, জুলাই ০৩, ২০২২
ইআর   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।