জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শুক্রবার সকালে গুলি করা হয়। জাপানের পশ্চিমাঞ্চলে নারা জেলায় এক নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন আবে।
জাপান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর।
জাপানের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী নৌবাহিনীর সাবেক সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালানোর কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তবে বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করায় ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ থাকতে পারে।
জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সূত্র: সিএনএন, আল জাজিরা, বিবিসি
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
ইআর