অবরুদ্ধ কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি পুনরায় শুরু করতে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন- রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। শস্য রপ্তানি নিয়ে বুধবার( ১৩ জুলাই) হওয়া এই আলোচনায় দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মধ্যস্থতাকারী তুরস্ক নিশ্চিত করেছে, আগামী সপ্তাহেই এ নিয়ে আবারও আলোচনা হবে ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈঠকের পর বলেছেন যে শস্য রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা বিশ্বব্যাপী মানুষকে আশার আলো দেখাচ্ছে।
শান্তি আলোচনার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গুতেরেস বলেন, এই আলোচনা হওয়ার আগে এখনও অনেক পথ যেতে হবে।
এদিকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর একটি বিবৃতিতে জানিয়েছেন, আগামী সপ্তাহে শস্য রপ্তানির বিষয়ে একটি চুক্তি হতে পারে।
তবে এ নিয়ে এখনো রাশিয়া বা ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
জাতিসংঘ বলছে, ইউক্রেনের ওডেসা বন্দরেই আটকা পড়ে আছে ২ কোটি টনের বেশি শস্য।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করলে কৃষ্ণ সাগরে দিয়ে বাণিজ্য বন্ধ হয়ে যায় । স্থবির হয়ে পড়ে ইউক্রেনীয় বন্দরগুলো। অথচ যুদ্ধ শুরুর আগে প্রতিমাসে সাড়ে ৪ কোটি টন কৃষিপণ্য রপ্তানি করতো ইউক্রেন। জাতিসংঘ বলছে, চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম অন্তত ৩০ শতাংশ বেড়েছে।
সূত্র: আল জাজিরা
বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, ১৪ জুলাই, ২০২২
ইআর