ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মালিতে জঙ্গি হামলায় ৪২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
মালিতে জঙ্গি হামলায় ৪২ সেনা নিহত

মালিতে এক হামলায় ৪২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।

গত রোববার ( ৭ আগস্ট) দেশটির তেসিত শহরের কাছে হামলার এ ঘটনা ঘটে ।  বুধবার ( ১০ আগস্ট) মালি সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে দেশটির সরকার।  

 সাম্প্রতিক বছরগুলোয় এটি মালির সেনাবাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী হামলা। জঙ্গিগোষ্ঠীগুলোর এক দশকের বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সেনাবাহিনী। ২০২০ সাল থেকেই মালিতে সেনা শাসন চলছে। তবুও দেশটিতে জঙ্গিদের তৎপরতা থামানো যাচ্ছে না।   পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে এ জঙ্গি তৎপরতা বিস্তৃত রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।