ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ইসলাম

বসুন্ধরার এন ব্লকে নারীদের জন্য জুমার নামাজের ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, জানুয়ারি ৩১, ২০২৫
বসুন্ধরার এন ব্লকে নারীদের জন্য জুমার নামাজের ব্যবস্থা এ মসজিদে রয়েছে নারীদের জন্য জুমা নামাজের ব্যবস্থা, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদের দ্বিতীয় তলায় নারীদের জন্য জুমার নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়েছে। নামাজে অংশ নিতে আগ্রহী সব মা-বোনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা ও বসুন্ধরা গ্রুপের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন মসজিদটি সুযোগ-সুবিধা ও আয়তনে দেশের সব চেয়ে বড়। আট বিঘা জমির ওপর ১০ তলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে ৭০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

থাকছে চলন্ত সিঁড়িসহ নানা সুযোগ-সুবিধা। মসজিদের প্রতি তলায় ৫০ হাজার বর্গফুট জায়গা রয়েছে। প্রতি তলায় নামাজের কাতার হবে ৪৫টি। প্রতি কাতারে ২০০ জন মুসল্লি দাঁড়াতে পারবেন।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
এমআইএইচ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।