ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কাগতিয়া দরবারে শবে বরাত উদযাপিত

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ৩, ২০১৫
কাগতিয়া দরবারে শবে বরাত উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) চট্টগ্রামের রাউজানে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে এ উপলক্ষে মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।
 
চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সভা ও মাহফিলে আরো বক্তব্য রাখেন,  সংগঠনের ওলামা পরিষদের সচিব মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, মুহাদ্দিস কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান ও মাওলানা মুহাম্মদ ফোরকান।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।