প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র বিশেষ আয়োজন ‘অপার মহিমার রমজান’ শুরু হচ্ছে মঙ্গলবার (১৬ জুন) থেকে।
সংযম, সহশীলতা ও সহমর্মীতার মাস রমজানের এই আয়োজনে সেহরি-ইফতারের সময়সূচি, প্রতিদিনকার দোয়া, মাসআলার পাশাপাশি থাকছে তাফসির ও বিশেষ রচনা।
প্রতিদিন তারাবির নামাজে তেলাওয়াত হওয়া পবিত্র কোরআনের সুরা ও আয়াতাংশের তাফসির, তার শিক্ষা, ঐতিহাসিক ঘটনা ও বিধানাবলী উপস্থাপন করা হবে নিয়মিত কলামে।
থাকছে দেশের সাত বিভাগের শ্রেষ্ঠ মুফতি ও খতিবগণের সাক্ষাৎকারভিত্তিক দিক-নির্দেশনামূলক লেখা।
বিশ্বের দেশে দেশে মাহে রমজান পালনের বৈচিত্রময় খবর জানতে পারবেন এই আয়োজনে।
আরও থাকছে প্রশ্নোত্তর পর্ব। উত্তর দেবেন দেশের স্বনামধন্য মুফতিগণ।
এই আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছেন বাংলানিউজের ইসলাম পাতার সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ। তিনি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছুটে গিয়ে মুফতি ও খতিবগণের সঙ্গে কথা বলে তৈরি করছেন সকল লেখা।
মাহে রমজানে বাংলানিউজটোয়েন্টিফোর.কম হয়ে থাকুক আপনার প্রিয় ডিজিটাল নিউজপোর্টাল।
প্রশ্ন ও মতামত পাঠান [email protected] এই ঠিকানায়।
পাঠাতে পারেন আপনার কোনও প্রবন্ধ-নিবন্ধও। যা গুরুত্বের সাথে প্রকাশিত হবে বাংলানিউজের পাতায়।
বাংলাদেশ সময় ২০৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএ