ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কাবা পরিষ্কার করলেন বাদশাহ সালমান (ভিডিওসহ)

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
কাবা পরিষ্কার করলেন বাদশাহ সালমান (ভিডিওসহ)

আমরা সাধারণত পবিত্র কাবাঘরের যে ছবি দেখি সেটা বাইরের দৃশ্য। কাবাঘরের দরজা সর্ব সাধারণের জন্য খোলা হয় না।

তবে কাবাঘরের গিলাফ পরিবর্তন ও পরিষ্কার করার জন্য কাবাঘরের দরজা খোলা হয়।

হজ পালন করতে যাওয়া লাখো মানুষ থেকে শুরু করে প্রত্যেক মুসলমানেরই তীব্র বাসনা থাকে কাবাঘরের ভেতরের দৃশ্য দেখার। কিন্তু চাইলেই তো হয় না।

চলতি হজ মৌসুমের শুরুতে হজের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে জানতে কাবাঘর পরিদর্শনে গিয়েছিলেন সৌদি আরবের নতুন বাদশাহ সালমান। তার সঙ্গে ছিলেন- মক্কার গভর্ণর প্রিন্স ফয়সাল আল খালেদ, মসজিদুল হারামের সম্মানিত খতিব আবদুর রহমান আস সুদাইসিসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। ওই ভিডিওচিত্র সৌদি টেলিভিশনের সৌজন্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

[প্রিয় পাঠক বাংলানিউজের আয়োজনে গ্রামীণ ফোন থেকে আপনি পেতে পারেন বিভিন্ন ধরনের ইসলামী তথ্যসেবা। আজ রয়েছে পবিত্র হজ প্রসঙ্গে আলোচনা। আপনি চাইলেই তা শুনে নিতে পারেন। এ জন্য গ্রামীণ ফোনের যেকোনো নম্বর থেকে ডায়াল করতে হবে ৮৮৭৭ নম্বরটি। আপনি সাবস্ক্রাইব করে দিনভর শুনতে পারেন এই আয়োজন। সঙ্গে রয়েছে সবশেষ নিউজ আপডেট, রাশিফল, ট্রাফিক আপডেটও। আর সারাদিনের সব তথ্যের জন্য খরচ মাত্র ১ টাকা। এখনই সাবস্ক্রাইব করতে ডায়াল করুন ৮৮৭৭। ]

প্রথমবারের মতো কাবাঘরের ভেতরের দৃশ্য সম্বলিত প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, বাদশাহ সালমান সবাইকে নিয়ে কাবাঘরের ভেতরে নামাজ আদায় ও দোয়া করছেন। নামাজ শেষে বাদশাহ সালমানকে একটি রুমাল দিয়ে কাবার দেয়াল মুছতেও দেখা যায়।

নামাজ শেষে হজরে আসওয়াদ চুমু খেয়ে, কাবাঘরের পুরনো কিছু ছবির প্রদর্শনী ঘুরে দেখেন বাদশাহ। সবশেষে পবিত্র জমজমের পানি পান করে মসজিদুল হারাম থেকে বিদায় নেন।

বিস্তারিত ভিডিওতে-




বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএ/

** হাজিদের সম্মান ও মর্যাদা
** পবিত্র হজ: বহু ইবাদতের সমন্বিত রূপ
** হজের জন্য প্রস্তুত মক্কা, নেই রাজনীতির অনুমতি
** তালবিয়া পাঠ ও হাজরে আসওয়াদে চুমুর ফজিলত
** ইন্টারনেট সংযোগ ছাড়াই চলবে হজ অ্যাপ
** হজ পালনের সময় রাজনীতি পরিহার করুন
** সৌদি আরব পৌঁছেছেন আট লাখ হজযাত্রী
** হজ কবুলের জন্য পালনীয় বিষয়সমূহ
** ১২০ কেজি স্বর্ণ দিয়ে কাবার নতুন গিলাফ
** এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ সালমান
** হজ : তাওহিদবাদী বিশ্বমানবের ঐক্য
** পবিত্র কাবা শরিফের ক্যালিগ্রাফি
** পবিত্র কাবা নির্মাণের সময় যেসব দোয়া কবুল হয়েছিল
** ঋণগ্রস্ত ব্যক্তি কী হজপালন করতে পারবেন?
** প্রিয়নবীর হাতেগড়া যে মসজিদ
** হজ পালনের সময় সেলফি তোলা হারাম
** এবার মাত্র ২ লাখ সৌদি বাসিন্দা হজের সুযোগ পাচ্ছেন
** তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ
** হাজিদের জন্য খুলে দেওয়া হচ্ছে মসজিদে হারামের দুই শতাধিক দরজা
** পৃথিবীর বড় ঘড়ি মক্কা ঘড়ি
** হজের সময় দোয়া কবুলের স্থানসমূহ
** হজের কোরবানির পশুর দাম নির্ধারণ
** শারীরিকভাবে সামর্থ্য থাকা অবস্থায়ই হজে যাওয়া উচিত
** কবুল হজের বিনিময় নিশ্চিত জান্নাত
** রিকশা চালিয়ে হজের টাকা জোগাড়
** পবিত্র কাবা শরিফের মর্যাদা
** হজে যাওয়ার আগে বান্দার হক পূরণ করে যেতে হবে
** হজের সফরে মৃত্যুবরণকারীর মর্যাদা
** পকেটমারতে হজে যাওয়া, এ লজ্জা রাখি কোথায়?
** হারাম শরিফে নামাজ ও তাওয়াফের ফজিলত
** হজের সফরে খরচের প্রতিদান ব্যয় অনুপাতে প্রদান করা হবে
** হজযাত্রীদের জন্য যা জানা জরুরি
 
** মক্কা শরিফের দর্শনীয় কিছু স্থান
** কবুল হজের জন্য যে আমল বেশি বেশি করা দরকার
** হজ ফরজ হওয়ার শর্ত ও প্রকারসমূহ
** বদলি হজ আসলে কী?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।