ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

৯ হাজার কিলোমিটার হেঁটে মক্কায় এসে পবিত্র ওমরা পালন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
৯ হাজার কিলোমিটার হেঁটে মক্কায় এসে পবিত্র ওমরা পালন ছবি: সংগৃহীত

ফ্রান্সে বসবাসকারী একজন স্পেনিশ মুসলমান ৯ হাজার কিলোমিটার রাস্তা হেঁটে পবিত্র মক্কায় এসে ওমরা পালন করেছেন।

পায়ে হেঁটে ওমরা পালনকারী হলেন- স্পেনিশ বংশোদ্ভুত ফ্রান্সে বসবাসকারী মুহাম্মদ ইসহাক।

প্যারিস থেকে মক্কা পৌঁছাতে তার সময় লেগেছে সাড়ে পাঁচ মাস।

কুয়েতের জনপ্রিয় দৈনিক আল রাই (Al Rai) তাকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ইসহাক পদব্রজে মক্কায় গিয়ে ওমরা পালনের নিয়তে ফ্রান্স থেকে রওনা হন। পথে সামান্য জটিলতা এড়িয়ে তিনি নিরাপদেই ওমরা সম্পাদন করতে সক্ষম হয়েছেন।

প্যারিস থেকে মক্কার উদ্দেশে রওনা দেওয়ার সময় তিনি ৫ হাজার ইউরো সঙ্গে নেন। ইসহাক বলেন, ‘আমার দৈনিক বাজেট ছিলো মাত্র ১০ ইউরো। ’ তিনি পথে কারও কাছ থেকে কোনো অর্থসাহায্য নেননি।

পথে তাকে প্রতিকূল কঠোর আবহাওয়া মোকাবেলা করতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, একদিন তীব্র ঠাণ্ডার কারণে আমি ভীষণ সমস্যায় পড়লাম। ঠাণ্ডার কারণে আমার হাত-পা প্রায় অবশ হতে বসেছিল।

পায়ে হেঁটে পবিত্র হজব্রত পালনকারী শুধু মুহাম্মদ ইসহাক একা নন। এর আগে ২০১২ সালে, বসনিয়ার এক মুসলমান ৫ হাজার ৭০০ কিলোমিটার রাস্তা হেঁটে হজ পালন করতে মক্কায় এসেছিলেন।

এ বছর চীন ও রাশিয়া থেকে দু’জন মুসলমান সাইকেল চালিয়ে হজ পালনের জন্য মক্কায় আসেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।