ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সৌদি আরবের হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ৯ বছরের হাফেজ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
সৌদি আরবের হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ৯ বছরের হাফেজ

শুক্রবার (২১ অক্টোবর) থেকে সৌদি আরবের মক্কায় শুরু হচ্ছে ৩৮তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা।

বিশ্বের নামকরা এই কোরআন প্রতিযোগিতায় এবার ১৭০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।

প্রতিযোগিতাটি শেষ হবে ২৮ অক্টোবর, শুক্রবার।

এবারের আসরে ১৫ পারা গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন ৯ বছর বয়সী কিশোর চাঁদপুরের সন্তান হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন হাফেজ ইয়াকুব।

তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র এই কিশোর হাফেজ মে মাসে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত হন। পুরো কোরআন মুখস্থ করতে তার সময় লেগেছে ১ বছর ৭ মাস।

এর আগে হাফেজ তাজ সৌদি আরবের হাইয়্যাতুল আলামিয়্যার প্রতিযোগিতায় ২০১৬ সালে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।