ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইসলামি অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ১৫তম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ইসলামি অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ১৫তম বৈশ্বিক ইসলামি অর্থনৈতিক সূচকে (জিআইইআই) ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ

বৈশ্বিক ইসলামি অর্থনৈতিক সূচকে (জিআইইআই) ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তালিকায় প্রথম স্থানে রয়েছে মালয়েশিয়া, দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত এবং তৃতীয় বাহরাইন।  

এ সূচক প্রকাশ করেছে থমসন রয়টার্সের অ্যান্সার কোম্পানি।

আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ সৌদি আরব এ তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে। পঞ্চম স্থানে রয়েছে ওমান, ষষ্ঠ পাকিস্তান, সপ্তম স্থানে কুয়েত, অষ্টম কাতার, নবম জর্দান এবং ইন্দোনেশিয়া রয়েছে দশম স্থানে। যদিও বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

ইসলামি অর্থনৈতিক এ সূচকে অমুসলিম দেশ হয়েও ১১তম স্থানে রয়েছে সিঙ্গাপুর।  

এ ছাড়া ব্রুনেই ১২তম, সুদান ১৩তম এবং ইরান রয়েছে ১৪তম স্থানে।

এ সূচকটি তৈরি করা হয়েছে বিশ্বজুড়ে ইসলামি অর্থনীতির বর্তমান অবস্থান ও এর ক্রমবিকাশ দেখানোর জন্য।  

ইসলামি অর্থনীতির অন্তর্ভুক্ত রয়েছে হালাল খাদ্য, ইসলামি ব্যাংকিং, হালাল ভ্রমণ, ইসলামি ফ্যাশন, হালাল মিডিয়া এবং বিনোদন, হালাল ফার্মাসিউটিক্যালস এবং কসমেটিকস।

এ সূচক তৈরিতে সহায়তা করেছে নিউ ইয়র্কভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ডিনার স্ট্যান্ডার্ড। এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ইসলামি অর্থনীতির রাজধানী দুবাই।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।