ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মাসআলা

বিড়াল পোষা জায়েজ?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
বিড়াল পোষা জায়েজ? ছবি : প্রতীকী

প্রশ্ন: অনেকের ঘরেই  বিড়াল দেখা যায়। কেউ কেউ শখের বসেই বিড়াল পোষে। বিড়াল পোষা কি জায়েজ ও শরিয়তসম্মত? জানতে চাই।

উত্তর: বিড়াল পোষা জায়েজ। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিস শরিফে রাসুল (সা.) বলেন, ‘জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়।

সে বিড়ালটি বন্দি করে রাখে, এ অবস্থায় সেটি মারা যায়। সে এটি বন্দি করে রেখে পানাহার করায়নি এবং  ছেড়েও দেয়নি, যাতে বিড়ালটি জমিনের পোকা-মাকড় খেতে পারে। (বুখারি, হাদিস নং: ৩৪৮২)

এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিসবিশারদ হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, কুরতুবি (রহ.) বলেছেন, এ হাদিসের মাধ্যমে বিড়াল লালন-পালন বরা ও বিড়ালকে বেধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়। তবে বেধে রাখার ক্ষেত্রে পানাহার করানোর ব্যাপারটি লক্ষ্য করা জরুরি। (ফাতহুল বারি ৬/৪১২)

এছাড়া আরো কিছু হাদিস রয়েছে, যেগুলো থেকে বিড়াল পালা জায়েজ বলে প্রমাণিত হয়।

প্রশ্নটি করেছেন: আব্দুল্লাহ জুলফিকার, নাটোর

ইসলাম ও জীবনঘনিষ্ঠ কোনো বিষয়ে জানতে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।