ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজের ১ম ফ্লাইট বাংলাদেশ থেকেই, যাত্রা শুরু ৪ জুলাই

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
হজের ১ম ফ্লাইট বাংলাদেশ থেকেই, যাত্রা শুরু ৪ জুলাই এবারের হজে বাংলাদেশ থেকেই প্রথম যাচ্ছে হাজিদের ফ্লাইট। ছবি: সংগৃহীত

আসন্ন হজ মৌসুমে সৌদিতে বহির্বিশ্ব থেকে প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে যাবে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ জুলাই (বৃহস্পতিবার) যাত্রা করবে এবারের হজের প্রথম ফ্লাইট। এ ফ্লাইটে ৪১৯ হজযাত্রী বাংলাদেশ বিমানে করে সৌদির কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছুবেন।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) ৪ জুলাই সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা করবে। এছাড়াও নির্ধারিত সময়ে এবং নির্বিঘ্নে হজের প্রতিটি ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যেই সম্পন্ন করেছে।

কিছু ফ্লাইটের হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকাতে হবে।  বাংলানিউজ/ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো: মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার হজযাত্রী যাচ্ছেন
চট্টগ্রাম থেকে ১৯টি ও সিলেট থেকে ০৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ ব্যালটি এবং অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজযাত্রী বেসরকারী ব্যবস্থাপনায় সৌদি যাবেন।

ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল আনুমানিক ৭ ঘন্টা হবে। দুই মাস ব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট হবে। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।

কিছু ফ্লাইটের হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকাতে হবে।  ছবি: সংগৃহীত

কিছু ফ্লাইটের হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকাতে হবে
কিছু ফ্লাইটের হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন-কার্যক্রম প্রথমবারের মতো ঢাকাতেই সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে সৌদি আরবের একটি ইমেগ্রেশন টিম ঢাকায় অবস্থান করবে। এতে করে বাংলাদেশি হজযাত্রীরা দীর্ঘ সফরের পর ইমিগ্রেশনের জন্য আবার ধকল পোহাতে হবে না। বিগত বছরগুলোতে সৌদি আরবে বিমান অবতরণের পর বিমানের ভেতরেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করানো হতো। তখন এই কাজ শেষ করতে দীর্ঘক্ষণ লেগে যেতো। অনেক সময় হজযাত্রীরা এয়ারপোর্টে বিমানের ভেতরে ৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষাও করতে হতো।

>>আরো পড়ুন: ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন

হজযাত্রীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত সৌদি
সৌদির কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আসসাম ফুয়াদ সংবাদমাধ্যমকে জানান, ৪ জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত হজযাত্রীরা বায়ু, ভূমি ও সমুদ্রপথে হজ উপলক্ষে সৌদিতে আগমন করবেন। হজসেবায় জড়িত সরকারি ও বেসরকারি সবগুলো সংস্থা হজযাত্রীদের গ্রহণ করতে এবং অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ওমরাহ ভিসা আপাতত বন্ধ
সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেওয়া বন্ধ রেখেছে দেশটির সরকার। তবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন পুনরায় গ্রহণ করবে। এতে ওমরাহ পালনার্থীদের এক মাস মেয়াদি ভিসা দেওয়া হবে।

>>আরো পড়ুন: ১৬ আগস্ট থেকে ফের ওমরাহর ভিসা দেবে সৌদি

এবারের ওমরাহ মৌসুমের খতিয়ান
চলতি ওমরাহ মৌসুম শুরু হয়েছে গত বছরের অক্টোবরে। শেষ হয়েছে সোমবার (১৮ জুন)। তবে হজের পর আগস্টের ১৬ তারিখ থেকে ওমরাহর নতুন মৌসুম শুরু হবে। সৌদির হজ মন্ত্রলায়ের প্রকাশিত সংবাদে জানা গেছে, এ মৌসুমে ৭৬ লাখ ৬৫ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।