শুক্রবার (১ মে) রমজানের প্রথম জুমার দিন নগরবাসী বাড়িতে বসেই নামাজ আদায় করলেও কিছু কিছু বাড়ির ছাদে ও কমপাউন্ডে ব্যক্তিগত উদ্যোগে শুধু বাড়ির মানুষেরাই জুমার নামাজ আদায় করেছেন।
এ ব্যাপারে মুসলিমনগর জামে মসজিদে ইমাম মাওলানা মীর মোহাম্মদ কাউসার আলী জানান, আমরা এ প্রথম কোনো রমজানের জুমার নামাজ শুধু অনধিক ১০ জনে আদায় করলাম।
ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহা. জাকির হোসাইন জানান, আমাদের নির্দেশনা ছিল প্রতিটি মসজিদে যেনো সরকারি ও ইসলামিক ফাউন্ডেশনে নির্দেশনা মেনে অনধিক ১০ জনে জামাত আদায় হয় এবং সবাইকে ঘরে বসেই নামাজ আদায় করতে আহ্বান জানানো হয়। এরকমই প্রতিটি মসজিদ করেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০১, ২০২০
ওএইচ/