ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ইসলাম

রাজশাহীতে জনপ্রতি ফিতরা ৬০ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, এপ্রিল ২২, ২০২১
রাজশাহীতে জনপ্রতি ফিতরা ৬০ টাকা

রাজশাহী: রাজশাহী এবং এর আশপাশের এলাকার জন্য এবার জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসা কর্তৃপক্ষ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাদের মতামত ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়।

বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, সাংবাদিক, মুফতি-মুহাদ্দিসসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়। পরে ৬০ টাকা ফিতরা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত আলী।

রাজশাহীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত আলী জানান, রাজশাহীতে আটার মূল্য ৩৫ টাকা কেজি ধরলে ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম হয় ৫৯ টাকা ৪০ পয়সা। তাই এ বছর মাথাপিছু ৬০ টাকা করে ফিতরা নির্ধারণ করা হয়েছে।

খেজুর বা কিসমিসের তিন কেজি ৩০০ গ্রামের মূল্য ধরেও ফিতরা আদায় করা যাবে।

রাজশাহীর বাজারে কিসমিস ৪০০ টাকা কেজি হিসাবে ধরলে ফিতরা ১ হাজার ৩২০ টাকা হবে। আর খেজুর ৩০০ টাকা কেজি হিসাবে ধরলে ৯৯০ টাকায় ফিতরা আদায় করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।