ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

সাবেক খাদ্যমন্ত্রী কোরবান আলী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
সাবেক খাদ্যমন্ত্রী কোরবান আলী আর নেই ছবি-কোরবান আলী

কুষ্টিয়া: সাবেক খাদ্যমন্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কোরবান আলী আর নেই (ইন্নালিল্লাহি... রাজেউন)।
 
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও এরশাদের সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন।

বুধবার সকাল ১০টায় কুষ্টিয়ার আল্লার দরগাহ এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।