ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বই মেলাতে চল | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বই মেলাতে চল | শাহজাহান মোহাম্মদ বইমেলা/ছবি: হারুণ-বাংলানিউজ

শিয়াল পণ্ডিত বই মেলাতে
আসবে নাকি আজ
ময়না টিয়া দোয়েল কোকিল
ছুটছে ফেলে কাজ।

নতুন বইয়ের মোড়কমোচন
করবে সিংহরাজ
বটতলাতে বসবে আসর
তাই মিডিয়ার সাজ।

টোপর মাথায় ব্যাঘ্র মামা
এলো হেলে দুলে
ছড়ায় ছড়ায় ভরিয়ে দেবে
হৃদয় কপাট খুলে।

একাডেমির উঠান জুড়ে
বর্ণমালার ঢল
নতুন বইয়ের সুবাস নিতে
বই মেলাতে চল।

টুনটুনিটা বললো সভায়
বাংলা মায়ের সুদিন
একুশ এলেই যায় না ভোলা
শহীদ ভাইয়ের ঋণ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।