ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মুজিব | সৈয়দ ইফতেখার আলম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
মুজিব | সৈয়দ ইফতেখার আলম মুজিব | সৈয়দ ইফতেখার আলম

মুজিব আমায় সঙ্গে নিও
তোমার সোনার দেশে
ঘাটে মাঠে বন-বাদাড়ে
রাখাল বালক বেশে।

ঘুরবো দুজন পাখির কুজন
শুনবো ঝিঁ ঝিঁর গান
কাদার ঘাটে নামবো মাঠে
নৌকা দেবো টান।

ভেসে ভেসে অনেক দূরে
হবো বাঁধন হারা
তোমার স্বাধীন দেশে-বাংলায়
নেই কোনো আর তাড়া।

মুজিব আমার চেতনা তুমি
দেশ প্রেম দাও শিক্ষা
নেতা তুমি রন্ধ্রে আমার
জয় বাংলায় দীক্ষা।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।