ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়াগুলি জাতির পিতার | লুৎফুর রহমান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, মার্চ ১৭, ২০১৭
ছড়াগুলি জাতির পিতার | লুৎফুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

০১.
একটি দেশের জন্মদাতা
বারেবারে খুঁজিব
দোয়েল জানায় নামটি তাঁরই
জাতির পিতা মুজিব।

বুকভরা তাঁর দেশের মায়া
কণ্ঠে ছিল শান
মুজিব ছাড়া হয় কি বলো
বাংলাদেশের গান?
ও বাঙালি স্মরো তাঁরে
শোধতে কিছু ঋণ
আজকে হলো মুজিবেরই
শুভ জন্মদিন!

০২.
শিশুর সাথে ফুলপাখিও
নাচছে আজি তাধিন ধিন
কারণ আজি জাতির পিতা
শেখ মুজিবের জন্মদিন।
শিশু দিবস এই দিনেতে
শিশুরা সব পায় যে সুখ
লাল-সবুজের ওই পতাকায়
দেখতে যে পায় কারই মুখ?

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।