ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবা | রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বাবা | রেবেকা ইসলাম বাবা

স্বাধীনদেশের মানুষ আমি
মুক্তিসেনার ছেলে
যুদ্ধমাঠে ছুটল বাবা
দীপ্ত দুচোখ মেলে।

তখন আমি মায়ের কোলে
বয়স ছিল তিন
চারদিকে সব ভয়ংকরী
আগুনশিখার দিন।

যেই দেখেছে রক্তচোষার
কৃষ্ণ কালো থাবা-
দেশকে স্বাধীন করবে বলে
মুষ্ঠি তোলে বাবা।

ন’মাস জুড়ে চলল লড়াই
শত্রু দিয়ে রুখে
যুদ্ধজয়ী বীরসেনারা
ফিরল মায়ের বুকে।

কেউ ফিরেছে ঝাণ্ডা হাতে
কেউ ফেরেনি শেষে
বাবাও আমার হারিয়ে গেছে
না ফেরাদের দেশে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।