ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

বর্ষবরণ উৎসবে অংশ নিতে গোহাটির পথে খেলাঘরের সদস্যরা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
বর্ষবরণ উৎসবে অংশ নিতে গোহাটির পথে খেলাঘরের সদস্যরা উৎসবে অংশ নিতে গোহাটির পথে খেলাঘরের ১৯ সদস্য

ঢাকা: ভারতের আসাম রাজ্যের রাজধানী গোহাটিতে বর্ষবরণ উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের বৃহত্তম জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। উৎসবে আগামী বুধবার (১০ মে) খেলাঘরের শিশু-কিশোরেরা মঞ্চস্থ করবেন গীতি নৃত্যনাট্য ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের এ বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি থাকবেন আসামের মূখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। গোহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের এটিই প্রথম অনুষ্ঠান।



উৎসবে অংশ নিতে খেলাঘরের ১৯ সদস্যের প্রতিনিধি দল গোহাটির উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (০৮ মে) রাত ৯টা ৫০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে উপবন ট্রেনযোগে রওনা হন তারা। সিলেটে পৌঁছে সড়ক পথে তামাবিল-ডাউকি স্থলবন্দর হয়ে গোহাটিতে যাবেন।  

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। প্রতিনিধি দলের সাংস্কৃতিক সমন্বয়ক খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু। বিভিন্ন পরিবেশনায় নেতৃত্বে আছেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ বাগচী, কেন্দ্রীয় সদস্য রকিবা খান লুবা ও অনিকেত আচার্য এবং জাতীয় পরিষদ সদস্য সুবর্ণা আরফিন ও আসিফ ইকবাল সৌরভ।

আর ভাই-বোনদের মধ্যে আছে সাজনিন তাসনিম সিদ্দিকী  আলিসা (চট্টগ্রাম), সামিয়া তাসনুভা ইদিতা (শেরপুর), রাজিয়া সুলতানা (ঢাকা), মাহমুদা হোসনা (নোয়াখালী), জাহিদুল ইসলাম সানি (বরগুনা), অদিত প্রভাত (গাজীপুর), নানজিবা এম রহমান (ব্রাক্ষণবাড়িয়া), নন্দিনী কুণ্ডু (ঢাকা), আদ্রিতা গতি বৃষ্টি (ফরিদপুর), মুবাশ্বিরা রহমান প্রীতি (ভৈরব) ও সুমাইয়া বিনতে হাফিজ (খুলনা)।  

প্রতিনিধি দলের সাফল্য কামনা করেছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad