ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বৃষ্টি বচন | মোহাম্মদ ইরফান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, আগস্ট ২, ২০১৭
বৃষ্টি বচন | মোহাম্মদ ইরফান বৃষ্টি বচন

আকাশজুড়ে সাদা-কালো মেঘের আনাগোনা
ব্যস্ত মেঘের গুড়ুম-গাড়ুম নিনাদ যাচ্ছে শোনা
এই বুঝি এই নামবে ঝেপে মেঘের সারি
যাও ফিরে তাড়াতাড়ি, যার যেখানে বাড়ি

ওই দেখো নীল গগণে মিল ধরেছে মেঘে
একটু পরেই মারবে ঝিলিক মেঘমালা রেগে
কার কি আছে মাঠে-ঘাটে? কার কি আছে পথে?
সব ভিড়িয়ে, নাও ফিরিয়ে ঘরে, বাহির হতে
কে কে গেছে নদীর পাড়ে, কে গেছে দূর চরে?
মেঘের কালি আসছে ছেয়ে, আয় চলে আয় ঘরে
অদূর দূরে যাচ্ছে শোনা পশুর আর্তনাদ
একটু পরেই বন্য শিয়াল ফাঁদবে মরণ ফাঁদ
দল বেঁধে ওই যাচ্ছে নীড়ে ফিরে অচিন পাখি
কৃষ্ণবরণ করছে আকাশ, যাচ্ছে মেঘে ঢাকি
ওই দেখো না ধুলো-বালি উড়ছে হাওয়ার চাপে
গর্ত ছেড়ে ব্যাঙরা এখন বের হবে এক লাফে
এলো এলো বৃষ্টি এলো, এলোরে শন্ শন্
টিনের চালে বৃষ্টির আওয়াজ শোনে দিয়ে মন
বৃষ্টি পড়ে আঝোর ধারায়, ঝুম্ ঝুমা-ঝুম্ ঝুম্
শীতলপাটি, কাঁথা গায়ে আসুক মজার ঘুম।

ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।