ঢাকা: প্রার্থিতা ফিরে পেতে এবার হাইকোর্টে রিট করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
রোববার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের আপিল ৪ মে বিকেলে খারিজ করে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
আগামী ৮ মে প্রার্থিতা প্রত্যাহার এবং ৯ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১১৪, মে ০৭, ২০২৩
ইএস/এমএইচএস