ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে ধর্ষণ শেষে হত্যা, দুইজনের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
নারায়ণগঞ্জে ধর্ষণ শেষে হত্যা, দুইজনের আমৃত্যু কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ২ আসামি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ শেষে হত্যা মামলায় দুইজনের আমৃত্যু কারাদণ্ড হয়েছে।  

রোববার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহর ছেলে সুমন (৩৪) ও নরসিংদী জেলার পাইকারচর এলাকার ইবুর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের পাইনাদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে। পরে এলাকাবাসীর খবরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃত শিশুর মামা বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।