ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রী মরিয়ম বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ আদেশ দেন।

তবে দণ্ডপ্রাপ্ত মুনছুর আলী পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম গরু কেনার জন্য একটি এনজিও থেকে ঋণ নেন। সেই টাকা তার স্বামী চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মনছুর আলী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে পালিয়ে যান।

এ ঘটনার পরের দিন নিহত ওই নারীর ছেলে সোহাগ আলী বাদী হয়ে মহেশপুর থানায় তার বাবার নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।