ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

একদিনে চেম্বার কোর্টে ২৬৬ মামলার নিষ্পত্তির রেকর্ড 

স্পেশাল করসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
একদিনে চেম্বার কোর্টে ২৬৬ মামলার নিষ্পত্তির রেকর্ড 

ঢাকা: এক কার্যদিবসে ২৬৬ মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (৩০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এসব মামলার নিষ্পত্তি করেন।

 

এদিন দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বার আদালতের কার্যক্রম চলে।

আইনজীবীরা বলছেন, এর আগে চেম্বার আদালতে একসঙ্গে এত মামলা নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, একদিনে চেম্বার আদালতে ২৬৬ মামলার নিষ্পত্তি হয়েছে। আমার জানামতে চেম্বার আদালতে এর আগে এত মামলা একসঙ্গে নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই। এটি প্রশংসনীয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, একজন কর্মঠ বিচারকের একটা প্রকৃত উদাহরণ এটি। অন্যরা এর থেকে অনুপ্রাণিত হবেন এটাই প্রত্যাশা থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এটি উদাহরণ হয়ে থাকবে, কীভাবে মামলার জট কমাতে এভাবে কাজ করা যায়। মাননীয় চেম্বার বিচারপতি একটি অসাধারণ কাজ করেছেন। '

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।