ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

লঞ্চ-খেয়াঘাটে প্রবেশ ফি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
লঞ্চ-খেয়াঘাটে প্রবেশ ফি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ঢাকা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অধীনে লঞ্চ টার্মিনালসহ খেয়াঘাটে প্রবেশ ফি নেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জনস্বার্থে এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে নৌপরিবহন সচিব, এলজিআরডি সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান ও সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম। রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।

পরে মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় শিশু, বৃদ্ধ, ছাত্রসহ শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়। যেহেতু বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি নেওয়া হয়না। আমরা মনে করি এটা বেআইনি। এ কারণে রিট করা হয়েছে। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

রিটে ঢাকা নদী বন্দরের ১০ টাকা মূল্যের টার্মিনাল টিকিট সংযুক্ত করা হয়েছে।  

এর আগে ২০১৯ সালে এ বিষয়ে আরও একটি রিট হয়। ওই সালের ৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। সেটি এখন বিচারাধীন।

ওই রুলে বন্দর এলাকায় টার্মিনালে প্রবেশের ফি পাঁচ টাকা ও ১০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দাপ্তরিক আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
ইএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।