ঢাকা: রাজধানীর তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবীর মৃত্যুর মামলায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী রিমান্ডের আদেশ দেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকা থেকে হিমেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বি এম রানা। আসামিপক্ষে আইনজীবী এ বি এম রুহুল আমিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
সিএমএম আদালতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ নিবন্ধন শাখার পুলিশের এসআই সাইফুজ্জামান এ তথ্য জানান।
১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। পরে দৌড়ে পালানো সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন ভুবন। এছাড়া আরিফুর নামে আরেক পথচারীও আহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ঘটনার পরের দিন তার স্ত্রী রত্না রানি শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। ভুবন চন্দ্র শীল মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
কেআই/এএটি