ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু সাইদ নামে এক কৃষককে হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন।  

সাজাপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়ার তাজের ফকিরের ছেলে আব্দুস সালাম ও তার ছেলে আজিজুল ইসলাম এবং তাজের ফকিরের ভাই আবুল কালাম ও তার ছেলে বোরহান উদ্দিন।

বুধবার সন্ধ্যায় ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেন।  

মামলার বরাত দিয়ে তিনি জানান, বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে টেকুয়ারপাড়া গ্রামের আব্দুস সালামের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০০৫ সালের ২২ এপ্রিল সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।