ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে

ঢাকা: আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য আগামী ১৭ নভেম্বর হতে যাওয়া বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার (এমসিকিউ) প্রবেশপত্র অনলাইনে সংগ্রহ করা যাবে।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে এ প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

  

এ বিষয়ে বার কাউন্সিলের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রবেশপত্র ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত টেলিটকের অনলাইন লিংক বা বার কাউন্সিলের ওয়েবসাইটে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে।

এ ছাড়া প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের তালিকা আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।