ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমিরের ১৭ বছরের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমিরের ১৭ বছরের কারাদণ্ড 

ঝিনাইদহ: ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর তাজুল ইসলাম নিজের বাড়িতে দলীয় লোকজন নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ওই সময় তার বাড়ি থেকে দুটি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় তার নামে অস্ত্র আইনে মামলা করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর তাজুল ইসলামের নামে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার অস্ত্র আইনের দুটি ধারায় তাকে ১০ ও সাত বছর- মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।