ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চাচিকে হত্যা মামলায় ভাতিজার মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুন ৬, ২০২৪
চাচিকে হত্যা মামলায় ভাতিজার মৃত্যুদণ্ড

জয়পুরহাট: জয়পুরহাটে চাচিকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা রাকিবুল হাসান টিটুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

রায়ের এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি সহকারী কৌঁসুলি আবু নাছিম শামীমুল ইমাম শামীম।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত টিটু জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ান আকন্দের ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান টিটু চাচি মাসুমা বেগমের কাছ থেকে সুদে দুই হাজার টাকা নেন। পরে তিনি আসল দুই হাজার টাকা ফেরত দিলেও সুদ বাবদ আরও এক হাজার টাকা পেতেন চাচি। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো।  

এরই জেরে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে চাচি মাসুমা বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি বাঁধতে গেলে টিটু তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ভাতিজাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত মাসুমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।