ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

ঢাকা: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য  নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক।

নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান; তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

এর আগে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন না দেওয়ায় সভাপতি সুকৃতি কুমার মন্ডল হাইকোর্টে রিট করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।