ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী-সন্তানসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
স্ত্রী-সন্তানসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা নাঈমুল ইসলাম খান | ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান ও আদিভা নাঈম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আফরোজা হক খান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে ভিন্ন কোনো উৎস অর্থাৎ ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ অর্জন করে তা আড়াল করার অভিযোগ আছে। নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী ও তাদের তিন মেয়ের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা ও ৩৭৯ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা আছে এসব ব্যাংক অ্যাকাউন্টে। অবৈধ অর্থ পাচারসহ নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্যের দল গঠন করা হয়।

দুদকের আবেদনে আরও বলা হয়েছে, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। এজন্য তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে বিচারক নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।