ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত নার্সরা ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখতে হাইকোর্টে রিট দায়ের করেছেন।
আগামী সোমবার (২৫ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে মার্চের শেষের দিক থেকে আন্দোলন করে আসছেন নার্সরা।
তাদের দাবি, পিএসসির নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগেরমতোই ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এ দাবি নিয়ে তারা প্রেসক্লাবের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করে আসছেন।
কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ইএস/এএসআর