ঢাকা: ব্লগার অভিজিত রায়ের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আব্দুস সবুর।
রোববার (০২ অক্টোবর) ৬ দিনের রিমান্ড শেষে সবুরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব সবুরের স্বীকারোক্তি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় দীপনকে।
দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমআই/জেডএস