ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘রাষ্ট্রপতির মতামতের পর বক্তব্যের এক্তিয়ার নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
‘রাষ্ট্রপতির মতামতের পর বক্তব্যের এক্তিয়ার নেই’ আইনমন্ত্রী আনিসুল হক

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রের আইনমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির মতামতের পর বক্তব্য দেওয়ার এক্তিয়ার আমার নেই।

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রের আইনমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির মতামতের পর বক্তব্য দেওয়ার এক্তিয়ার আমার নেই।

রোববার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ের আইন মন্ত্রণ‍ালয়ের নিজ কার্যালয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।

ট্রাইব্যুনাল সরানো প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জনগণের মতামত গুরুত্ব দেওয়া হবে। বর্তমান ট্রাইব্যুনালের কাজ শেষ হলে এটা জাদুঘরে রূপ নেবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরএম/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।