ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার ১০ বছ‌রের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার ১০ বছ‌রের কারাদণ্ড

ব‌রিশাল: গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- গ্রামীণ ব্যাংকের রায়পাশা কড়াপুর শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও সাবেক কর্মকর্তা শাহ আলম। তারা পলাতক।

রোববার (১৬ এ‌প্রিল) বিভাগীয় বিশেষ জজ দিলীপ কুমার ভৌমিকের আদালত এ রায় প্রদান ক‌রেন।

আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ০৭ জুলাই পর্যন্ত ৩ গ্রাহকের নামে ১০ লাখ টাকা উত্তোলন করেন আসামিরা। পরে কিছু টাকা ব্যাংকে জমা দিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুদকের উপ-পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ২০১২ সালের ০৩ অক্টোবর মামলা করেন।

২০১৪ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন দুদকের সহকারী উপ-পরিচালক বাহাদুর আলম।

মামলার ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন আদালত।

বাংলা‌দেশ সময়: ২০৪৫ ঘন্টা, এ‌প্রিল ১৬, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।