ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মামুন হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
মামুন হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছর মামুন হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছর-ছবি-বাংলানিউজ

রাজশাহী:  রাজশাহীর পবা উপজেলার খোলাবোনার আব্দুল্লাহ আল মামুনকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলার ১০ আসামির মধ্যে অন্য ৬ জন খালাস পেয়েছেন।  

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আজাদ আলী ও কাবিল হোসেন।

পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মামলার অপর আসামি সাজ্জাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

রায়ের সময় আসামিরা ট্রাইব্যুনালে হাজির ছিলেন। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ অক্টোবর ঈদ-উল আযহার দিন মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে ওয়াজেদ আলী বাদী হয়ে পরদিন ১৭ অক্টোবর পবা থানায় মামলা করেন।  

মামলাটি পরে বিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি হয়ে আসে।  

১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল। গত ০৯ এপ্রিল যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হামিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসএস/আরআর/এএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।