ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শিশু তাজ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
শিশু তাজ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

ফরিদপুর: ফরিদপুরে ৮ বছরের শিশু তাজ মোহাম্মদকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এ রায় দেন।
 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হেমায়েত হোসেন (২৬), আক্তার মুন্সি (৩২) ও শিপন সরদার (২৬) ।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত হেমায়েত ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দু’জন পলাতক।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, ২০১১ সালের ১৬ জুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার হারুন-অর রশিদ ও হেলেনা ইয়াসমিনের একমাত্র সন্তান তাজকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়। পরে ১৮ জুন পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লক্ষণদিয়া গ্রামের পাটক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়।

ওইদিনই নিহত তাজের বাবা হারুন-অর রশিদ বাদী হয়ে বোয়ালমারী থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য ও শ‍ুনানি শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য দু’জন খালাস পেয়েছেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে তাজের মা স্কুলশিক্ষিকা হেলেনা ইয়াসমিন বলেন, ‘আদালতের কাছে প্রত্যাশা ছিলো, অপরাধীদের ফাঁসির আদেশ দেবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবো’।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
আরকেবি/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।