ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নিউইয়র্কে এইচআরপিবির ইফতার মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
নিউইয়র্কে এইচআরপিবির ইফতার মাহফিল নিউইয়র্কে এইচআরপিবির ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের একাংশ

ঢাকা: হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর উদ্যোগে নিউইয়র্কের জ্যামাইকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

পানাহার রেস্টুরেন্টে গত ১৮ই জুন রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

ইফতার মাহফিলে এইচআরপিবির নিউইয়র্ক সভাপতি মোহাম্মদ আলী বাবুল ও সাধারণ সম্পাদক আবুল কাশেম রাজু, উপদেষ্টা অ্যাটর্নি অশোক কে.কর্মকার,সহ-সভাপতি এম.জাকির এইচ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ফরিদা বেগম শিখা, সদস্য আব্দুল মমিন প্রধান, আখতার রহমান মামুন, রোকেয়া আলী, মিজানুর রহমান মিজান,অ্যাডভোকেট সাহীন খান,অ্যাডভোকেট পারভিন জামাল সহ আরো অনেকে উপস্হিত ছিলেন ।

 

উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের মানবাধিকার লংঘন সম্পর্কিত যে কোন বিষয়ে সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার করা হয় এবং প্রবাসীদের এ বিষয়ে পরামর্শের জন্য সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২২,২০১৭
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।