ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অর্থ আত্মসাতের মামলায় জামিনের আবেদন মোরশেদ খানের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
অর্থ আত্মসাতের মামলায় জামিনের আবেদন মোরশেদ খানের

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।

রোববার (০৯ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিনের আবেদন জানান মোরশেদ খানের আইনজীবী।

সোমবার (১০ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ’ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ গত ২৮ জুন মামলাটি করে দুদক। মামলায় এম মোরশেদ খান ও সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ  এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।

মামলার পর গত ০১ জুলাই বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেন দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম। পরদিন ০২ জুলাই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালত।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।