ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইভানের ডিএনএ পরীক্ষার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
ইভানের ডিএনএ পরীক্ষার নির্দেশ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণ মামলায় আসামি বাহাউদ্দীন ইভানের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (০৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ পরিদর্শক (এসআই) সুলতানা আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন আসামি ইভানের ডিএনএ এবং ধর্ষিতার মামলায় জব্দকৃত আলামতসমূহও পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে এ নির্দেশ দেন।

এ ঘটনায় বনানী থানায় মামলা দায়েরের পর ৬ জুলাই নারায়ণগঞ্জ শহরে মাসদাইর এলাকা থেকে র‌্যাবের-১১ এর একটি দল ইভানকে গ্রেফতার করে।

 

এর আগে গত ৪ জুলাই দিবাগত রাত্রে জন্মদিনের কথা বলে ফেসবুকের মাধ্যমে পূর্বপরিচিত ওই তরুণীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন ইভান। এরপর রাত ৩টার দিকে ইভান ওই তরুণীকে জোরপূর্বক বাসা থেকে বের করে দেয়।  
রাতেই বনানী থানায় গিয়ে ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেন।

চলতি বছরের ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফসহ ৫ আসামি কারাগারে আটক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।